মুমিনের মৃত্যু: এক প্রশান্তিময় যাত্রা

জান্নাতের পথে আত্মা

রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন, যখন একজন দ্বীনদার ব্যক্তির রূহ কবজ করা হয়, তখন এক অভূতপূর্ব ও সম্মানজনক যাত্রা শুরু হয়। প্রতিটি ধাপে তার জন্য অপেক্ষা করে আল্লাহর পক্ষ থেকে বিশেষ অভ্যর্থনা ও পুরস্কার।

মৃত্যু থেকে কবর পর্যন্ত যাত্রা

সাহাবায়ে কিরাম এই ভয়ঙ্কর বর্ণনা শুনে জিজ্ঞাসা করলেন, "ইয়া রাসূলুল্লাহ! এমন অবস্থায় কে কথা বলতে সক্ষম হবে?" তখন রাসূলুল্লাহ (ﷺ) এই আয়াত পাঠ করলেন:

يُثَبِّتُ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ بِٱلْقَوْلِ ٱلثَّابِتِ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَفِى ٱلْـَٔاخِرَةِ

"আল্লাহ মুমিনদেরকে সুদৃঢ় বাক্য দ্বারা দুনিয়ার জীবনে ও আখিরাতে প্রতিষ্ঠিত রাখেন।" (সূরা ইবরাহীম, আয়াত ২৭)

ঈমানের পুরস্কার

Author

লেখক: মোহাম্মদ আবু তালহা

উৎস: তাফসীর ইবনে কাসীর