বিশেষ আমলসমূহ যা কবরে ও হাশরে মুক্তি দেবে

নেক আমলের প্রতীক

ব্দুর রহমান ইবনে সামুরাহ (রাঃ) থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ (ﷺ) মদীনার মসজিদে আমাদের কাছে এসে বললেন, "আমি গতরাতে এক আশ্চর্যজনক স্বপ্ন দেখেছি।" এরপর তিনি তাঁর উম্মতের বিভিন্ন ব্যক্তিকে কঠিন বিপদের মুহূর্তে তাদের নেক আমলগুলো কীভাবে ঢাল হয়ে রক্ষা করেছে, তার এক ঈমানদীপ্ত বিবরণ তুলে ধরেন।

যে আমলগুলো মুক্তির কারণ হবে

ইমাম কুরতুবী (রহঃ) এই হাদিসটি বর্ণনা করে বলেন, "ইহা একটি বিরাট হাদিস, যার মধ্যে সেই বিশেষ আমলসমূহ উল্লেখ করা হয়েছে, যা মানুষকে বিশেষ বিশেষ বিপদ থেকে রক্ষা করবে।"
Author

লেখক: মোহাম্মদ আবু তালহা

উৎস: নাওয়াদিরুল উসূল (হাকিম তিরমিযী), তাফসীর ইবনে কাসীর