
আব্দুর রহমান ইবনে সামুরাহ (রাঃ) থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ (ﷺ) মদীনার মসজিদে আমাদের কাছে এসে বললেন, "আমি গতরাতে এক আশ্চর্যজনক স্বপ্ন দেখেছি।" এরপর তিনি তাঁর উম্মতের বিভিন্ন ব্যক্তিকে কঠিন বিপদের মুহূর্তে তাদের নেক আমলগুলো কীভাবে ঢাল হয়ে রক্ষা করেছে, তার এক ঈমানদীপ্ত বিবরণ তুলে ধরেন।
যে আমলগুলো মুক্তির কারণ হবে
-
পিতা-মাতার প্রতি সদাচারণ
এক ব্যক্তির কাছে রূহ কবজের জন্য মালাকুল মওত উপস্থিত হলে তার পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার এসে ফেরেশতাকে ফিরিয়ে দিল।
-
অজু
এক ব্যক্তিকে কবরের আজাব ঘিরে ধরলে তার অজু এসে তাকে সেই কঠিন শাস্তি থেকে উদ্ধার করল।
-
আল্লাহর যিকির
এক ব্যক্তিকে শয়তান ঘিরে ফেললে আল্লাহর যিকির এসে তাকে শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্তি দিল।
-
সালাত (নামাজ)
এক ব্যক্তিকে আজাবের ফেরেশতারা পাকড়াও করলে তার সালাত এসে তাকে তাদের হাত থেকে রক্ষা করল।
-
সাওম (রোজা)
এক ব্যক্তি পিপাসায় কাতর হয়ে হাউজের কাছে গেলে তাকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল, তখন তার রোজা এসে তাকে পানি পান করাল।
-
আত্মীয়তার সম্পর্ক
এক ব্যক্তি মু'মিনদের সাথে কথা বলতে চাইলেও তারা সাড়া দিচ্ছিল না, তখন তার আত্মীয়তার সুসম্পর্ক এসে মু'মিনদেরকে তার সাথে কথা বলতে অনুরোধ করল।
-
দান-সদকা
এক ব্যক্তি হাত দিয়ে আগুনের ফুলকি থেকে মুখ বাঁচানোর চেষ্টা করছিল, তখন তার দান-সদকা এসে তার সামনে ও মাথার উপরে ছায়া হয়ে দাঁড়াল।
-
সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ
এক ব্যক্তিকে আজাবের ফেরেশতারা ঘিরে ফেললে তার এই আমলটি এসে তাকে রক্ষা করে রহমতের ফেরেশতাদের কাছে পৌঁছে দিল।
-
পুলসিরাত পার হওয়া
এক ব্যক্তি পুলসিরাতের উপর কাঁপতে কাঁপতে ও হোঁচট খেতে খেতে চলছিল, তখন আমার উপর তার পঠিত দরুদ শরীফ এসে তার হাত ধরে সোজা করে দিল এবং সে পুলসিরাত পার হয়ে গেল।
-
‘লা-ইলাহা ইল্লাল্লাহ’-এর সাক্ষ্য
এক ব্যক্তি জান্নাতের দরজার কাছে পৌঁছানোর পর দরজা বন্ধ হয়ে গেল, তখন ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’-এর সাক্ষ্য এসে দরজা খুলে দিল এবং তাকে জান্নাতে প্রবেশ করাল।
ইমাম কুরতুবী (রহঃ) এই হাদিসটি বর্ণনা করে বলেন, "ইহা একটি বিরাট হাদিস, যার মধ্যে সেই বিশেষ আমলসমূহ উল্লেখ করা হয়েছে, যা মানুষকে বিশেষ বিশেষ বিপদ থেকে রক্ষা করবে।"