মেহমানদারীর সর্বোত্তম আদর্শ: ইবরাহীম (আঃ) ও তাঁর অতিথিরা

মেহমানদারীর দৃশ্য

আল্লাহ তাআলা পবিত্র কুরআনে নবী-রাসূলদের কাহিনির মাধ্যমে আমাদের জন্য সর্বোত্তম জীবনবিধান ও নৈতিকতার শিক্ষা দিয়েছেন। মেহমানদারী বা অতিথি আপ্যায়ন ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি গুণ, আর এই গুণের সর্বোত্তম উদাহরণ হলেন আল্লাহর খলিল (বন্ধু) হযরত ইবরাহীম (আঃ)।

وَلَقَدْ جَاءَتْ رُسُلُنَا إِبْرَاهِيمَ بِالْبُشْرَىٰ قَالُوا سَلَامًا ۖ قَالَ سَلَامٌ ۖ فَمَا لَبِثَ أَن جَاءَ بِعِجْلٍ حَنِيذٍ

"আর আমার প্রেরিত ফেরেশতাগণ সুসংবাদ নিয়ে ইবরাহীমের কাছে আসলো। তারা বললো, ‘সালাম’। তিনিও বললেন, ‘সালাম’। অতঃপর অবিলম্বে তিনি একটি ভুনা করা গো-বৎস নিয়ে আসলেন।"

— সূরা হূদ, আয়াত ৬৯

মেহমানদারীর এক উজ্জ্বল দৃষ্টান্ত

একদা আল্লাহর প্রেরিত ফেরেশতাগণ যুবক মানুষের আকৃতিতে হযরত ইবরাহীম (আঃ)-এর ঘরে মেহমান হিসেবে উপস্থিত হলেন। মেহমান দেখার সাথে সাথেই তিনি কোনো বিলম্ব না করে তাদের সেবায় ব্যস্ত হয়ে পড়লেন। তিনি দ্রুত একটি তাজা ও স্বাস্থ্যবান গো-বৎস জবাই করে তা ভুনা করে মেহমানদের সামনে পরিবেশন করলেন। তিনি নিজে মেহমানদের সাথে বসলেন এবং তাঁর স্ত্রী হযরত সারা (আঃ) তাদের সেবাকর্মে নিয়োজিত হলেন।

কিন্তু এক আশ্চর্য ঘটনা ঘটল! মেহমানগণ খাবার খাওয়া তো দূরের কথা, খাবারের দিকে হাতও বাড়াচ্ছেন না। এ অবস্থা দেখে ইবরাহীম (আঃ) কিছুটা চিন্তিত ও ভীত হয়ে পড়লেন এবং জিজ্ঞেস করলেন, "কী ব্যাপার, আপনারা খাচ্ছেন না যে?"

খাবারের মূল্য

মেহমানগণ উত্তরে বললেন, "আমরা বিনামূল্যে কোনো খাবার গ্রহণ করি না।"

ইবরাহীম (আঃ) বললেন, "ঠিক আছে, তাহলে এর মূল্য দিন।"

মেহমানগণ জিজ্ঞেস করলেন, "এর মূল্য কী?"

ইবরাহীম (আঃ) সেই কালজয়ী উত্তরটি দিলেন, যা মেহমানদারীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: "এর মূল্য হলো, আপনারা শুরুতে ‘বিসমিল্লাহ’ বলবেন এবং শেষে ‘আলহামদুলিল্লাহ’ বলবেন।"

এই কথা শুনে হযরত জিবরাঈল (আঃ) হযরত মিকাঈল (আঃ)-এর দিকে তাকিয়ে বললেন, "এমন ব্যক্তিই আল্লাহর খলীল (অন্তরঙ্গ বন্ধু) হওয়ার যোগ্য।"

এই কাহিনির শিক্ষণীয় দিক
  • অতিথি আগমনের সাথে সাথে কোনো বিলম্ব না করে আপ্যায়নের ব্যবস্থা করা নবীদের সুন্নত।
  • অতিথির জন্য সাধ্য অনুযায়ী সর্বোত্তম খাবারের ব্যবস্থা করা উত্তম আখলাকের পরিচয়।
  • ইসলামে মেহমানদারীর গুরুত্ব অপরিসীম; এটি কেবল একটি সামাজিক রীতি নয়, বরং একটি ইবাদত।
  • প্রতিটি কাজের শুরুতে আল্লাহর নাম নেওয়া (বিসমিল্লাহ) এবং শেষে তাঁর প্রশংসা করা (আলহামদুলিল্লাহ) আমাদের খাবারকে বরকতময় করে তোলে।
Author

লেখক: মোহাম্মদ আবু তালহা

উৎস: তাফসীর ইবনে কাসীর